জম্মুতে ভয়াবহ ভূমিধস, ঘটেনি প্রানহানি

developer

ওয়েব নিউজ, ১২ অক্টোবরঃ আবারও ভয়াবহ ভূমিধসে জম্মু-কাশ্মীর, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ উধমপুরের সোমরোলির বিস্তীর্ণ এলাকা। ভূমিধসের ফলে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়, এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে নারসুর একাধিক হোটেল ও দোকান। তবে ঘটনার দরুন কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

 

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধসে সম্প্রতি খোলা একটি হোটেল এবং বেশ কয়েকটি দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি দোকান এবং বাড়ি সম্পূর্ণ ভেঙেও পড়েছে। বিপর্যয়ের মাত্রা ভয়াবহ হলেও, ঘটনার আকস্মিকতা সামলে দ্রুত পদক্ষেপ নেন স্থানীয় বাসিন্দারা। ধস নামার সঙ্গে সঙ্গেই এলাকার দোকান ও বাড়িগুলি খালি করে দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Share This Article
Leave a comment