ওয়েব ব্যুরো, ১৩ অক্টোবরঃ ভারত আমন্ত্রন পেল গাজা শান্তি সম্মেলনে। সোমবার মিশরের শর্ম-আল-শেখ শহরে হতে চলেছে এই সন্মেলন। আন্তর্জাতিক এই সন্মেললে সভাপতিত্ব করছে আমেরিকা এবং মিশর। ইতিমধ্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ্ আল-সিসি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমন্ত্রণ বার্তা ভারতে এসে পৌছালেও এই সন্মেলনে স্বশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে তিনি না গেলেও ভারতের প্রতিনিধি হিসাবে এই আন্তর্জাতিক সন্মেলনে অংশ নিচ্ছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তবে এই বিষয়টি নিয়ে নয়াদিল্লি পক্ষ থেকে সরকারিভাবে স্পষ্ট করা হয়নি।
দেশের বর্তমান প্রেক্ষাপটে শুল্কবোমা, ভিসাজট, ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নীতির কারনে চির ধরেছে ভারতের সাথে আন্তর্জাতিক বন্ধুত্বে। এই পরিস্থিতি শেষ মূহূর্তে বৈঠকের দুদিন আগে মোদিকে আমন্ত্রণ জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ্ আল-সিসি। সেখানে ২০ টিরও বেশি দেশের নেতারা অংশগ্রহণ করবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসেরও সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।